স্বপ্ন (ভিশন)
প্রতিবন্ধী ব্যক্তিবর্গ যেন তার স্বউদ্যোগের মাধ্যমে স্বাধীন, বাধামুক্তভাবে পরিবার ও সমাজে সমতার ভিক্তিতে সম্পৃক্ত থেকে নিজ উন্নয়ন সহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে, এই প্রত্যয় নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। এর মূললক্ষ্য সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅংশগ্রহন, সমসুযোগ ও সমমর্যাদা অর্জনের মাধ্যমে সমতা নিশ্চিত করার কাজটিকে অগ্রধিকার দিয়ে উন্নয়কে সকলের উপযোগী ও যথার্থ করা। উক্ত লক্ষ্যে সংগঠন এর সকল কর্ম এলাকায় উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বউদ্যোগে কৌশল এর মাধ্যমে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করবে। প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের অবস্থার উন্নয়নে দেশের তৃণমূল পর্য়ায়ে পৌরসভার ও ইউনিয়ন পরিষদ আওতায় ওয়ার্ড পর্যায়ের সমমনা প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতের ভিত্তিতে” উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বউদ্যেগে” জিডিপিওডি গঠন ও সদস্যদের স্বীয় আত্নবিশ্বাসকে দৃঢ় করার পর উপযুক্ততা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে দায়িত্বশীল করবে।
লক্ষ্য (মিশন)
সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি ব্যবস্থাপনা, অর্থায়ন এবং কৌশলগত পরিকল্পনায় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য নিবেদিত। আমাদের লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচার, বৈষম্য বিলোপে অ্যাডভোকেসি এবং সমস্ত সামাজিক দিকগুলিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আমরা একটি নিরাপদ, বাধা-মুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করি যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক এবং পারিবারিক কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। উন্নয়ন কৌশলগুলিকে স্থানীয়করণ করে এবং সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উৎসাহিত করার মাধ্যমে, আমরা আমাদের সদস্যদের সামাজিক অবদান বৃদ্ধি, টেকসই সাংগঠনিক বৃদ্ধিকে সমর্থন এবং সামাজিক মূল্যবোধ ও প্রবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করি।